
জয়ন্ত সাহা, আসানসোল : ৮ই মার্চ দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর্থ-সামাজিক বিভিন্ন স্তরে নানা বাধা পেরিয়ে নারীদের উত্তরনের উদযাপনই আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের নার্স এবং মহিলা স্বাস্থ্যকর্মীরা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এক অনাথ আশ্রমের বেশকিছু মহিলা আবাসিকরা সংগীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্যবলম এবং জেলা স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জেলাশাসক এস পন্যবলম বলেন, যুগের সাথে সাথে মহিলারা নিজেদের স্বনির্ভর করে তুলেছেন। বিজ্ঞান জগৎ থেকে শুরু করে কর্পোরেট জগতেও, সবক্ষেত্রেই মহিলাদের ভূমিকা অনস্বীকার্য। সামরিক ক্ষেত্রেও মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সংযোজন, বর্তমানে মহিলাদের নিরাপত্তাজনিত আইন কঠোর থেকে কঠোরতর হয়েছে।
এই অনুষ্ঠানে যৌন নির্যাতনের বিরুদ্ধে যে বিভিন্ন আইন রয়েছে যেমন পকসো অ্যাক্ট, পশ অ্যাক্ট ইত্যাদি বিষয় মহিলাদের সচেতন করা হয়।