
স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরু ২২ মার্চ। চেন্নাইয়ের চিপকে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।৭ মার্চ অবধি ম্যাচের সূচি আজ প্রকাশ হলো। লোকসভা নির্বাচনের সূচি প্রকাশের পর তা দেখে নিয়ে বাকি খেলাগুলির সূচি চূড়ান্ত করা হবে.আইপিএলের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ২৩ মার্চ রয়েছে ডাবল হেডার। বিকেল সাড়ে তিনটেয় পাঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ওই দিনই সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। এবার সানরাইজার্সে রয়েছেন শাহবাজ আহমেদ।২৪ মার্চ বিকেল সাড়ে তিনটেয় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টস। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় গুজরাত টাইটান্স খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। অর্থাৎ শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাতের প্রতিপক্ষ হার্দিক পাণ্ডিয়ার দল। ২৫ মার্চ আরসিবি খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।
২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় চেন্নাই সুপার কিংস হোম ম্যাচ খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় সানরাইজার্সের হোম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ২৮ মার্চ রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কেকেআরের প্রথম অ্যাওয়ে ম্যাচ ২৯ মার্চ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে