
অমিস দাস, কলকাতা : এবার সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ আইএসএফ। দলের বর্ষ পূর্তি উপলক্ষ্যে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ। মঙ্গলবার মামলা দায়ের করে হাইকোর্টে। সূত্রের খবর আগামি বুধবার শুনানির সম্ভাবনা। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানির সম্ভাবনা। আইএসএফ এর অভিযোগ,ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি খারিজ করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত বছর রাণী রাসমনি রোডে তাদের সভায় গোলমাল হয়েছিল। আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় তাদের অনুমতি দেওয়া যাবে না বলে লিখিত ভাবে জানিয়েছে পুলিশ। এরপর আদালত জানতে চায়,ওই জায়গায় কোনো সভা হয়? মামলাকারির আইনজীবী জানায়, প্রতি বছর ২১ জুলাই তৃণমূল সেখানে সভা করে। সম্প্রতি বিজেপিও সভা করেছে। এখন দেখার হাই কোর্টের হস্তক্ষেপে সভার অনুমতি মেলে কি না।