
স্পোর্টস ডেস্কঃ আই লিগ জিতে কলকাতায় পা রাখল আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাব ৷ এবারে তারা আগামী মরসুমে আইএসএলে খেলবে৷ বিমানবন্দর থেকে হুডখোলা বাসে শহর পরিক্রমা করিয়ে ক্লাবে নিয়ে আসা হয় আর তারপর চলে সেলিব্রেশন ৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীর তরফে শুভেচ্ছা বার্তা পৌঁছেছে ৷
তবে এই আনন্দের মুহূর্তেও কিন্তু চিন্তা কাটছে না সাদা-কালো কর্তাদের। আইএসএলে অংশগ্রহণের জন্য দলগঠনে বিশাল টাকা দরকার যা আই লিগের দলগঠনের ১০ গুন ৷ বর্তমান লগ্নিকারি বাঙ্কার হিলস ৫১ শতাংশ অংশীদারিত্ব নিয়ে বসে আছেন ৷ বাকি ৪৯ শতাংশ ক্লাবের হাতে ৷ গত বছর স্পেন সফর থেকে ফেরার সময় দুবাইয়ে বাণিজ্যিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী লুলু গ্রুপকে মহামেডান স্পোর্টিং ক্লাবের লগ্নিকারী হতে অনুরোধ করেছিলেন ৷
সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইস্তেয়াক রাজু আহমেদ ৷ তিনিও মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ছিলেন ৷ কথা হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসে লুলু গ্রুপ কলকাতার ক্লাবে লগ্নিকারী করার বিষয়টি চূড়ান্ত করবে ৷ কিন্তু সময় গড়াতেই তারা জানিয়ে দিয়েছে সম্ভব নয় ইনভেস্টর হওয়া ৷ মুখ্যমন্ত্রীকে মহামেডান কর্তারা জানিয়েছেন বিষয়টা ৷ মুখ্যমন্ত্রী ইনভেস্টর আনাতে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। সোমবার লগ্নির ব্যবস্থা কী হবে, তা নিয়ে আলোচনায় বসতে চলেছেন ৷