
প্রদীপ মাইতি,হলদিয়া:পিকনিক করতে গিয়ে মঙ্গলবার রাতে হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর বিকাশ জানার বাড়ির ছাদ থেকে পড়ে এক আই টি আই ছাত্রের মৃত্যু । মৃত ছাত্রের নাম সৌমেন দাস,কাঁথি আই টি আই কলেজে ওই ছাত্রটি পড়তো বলে জানা গেছে।পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য ৭ জন পড়ুয়াকে আটক করেছে পুলিশ।দুর্ঘটনা না রাগিং, তা জানতে তদন্ত শুরু হয়েছে