
প্রতীতি ঘোষ,জগদ্দল: বন্ধ জুট মিল খোলার দাবিতে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ জুটমিল শ্রমিকদের।
বিগত চার মাস ধরে বন্ধ রয়েছে জগদ্দল এআই চাপদানি ফাইন ইয়ান ইউনিট জুট মিল। মালিক কর্তৃপক্ষ জানিয়েছিল নভেম্বর মাসের ১ তারিখ থেকে জুট মিল আবার পুনরায় চালু করা হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও মিল না খোলায়, রবিবার জগদ্দল ঘোষপাড়া রোড অবরোধ করেন ওই মিলের জুটমিল কর্মীরা। প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর মিছিল করে শ্রমিকরা জগদ্দল থানায় একটি স্মারকলিপি জমা দেন।সেখানেই তারা জানান, চুক্তিপত্র অনুযায়ী অবিলম্বে মিল খুলতে হবে।না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা