
ওঙ্কার ডেস্কঃ স্যলাইন কান্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।বিরোধীদের নিশানায় রাজ্য সরকার। এই আবহে জলপাইগুড়ি পৌরসভার স্বাস্থ্য পরিষেবায় বেশকিছু দুর্নীতি রয়েছে বলে দাবি করলেন জলপাইগুড়ি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সী।
এই অভিযোগে বিরোধী দলের কাউন্সিলর স্বাস্থ্য পরিষেবার সমস্যাগুলি নিয়ে পৌর স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সী জানান, ৭২ ঘণ্টা আগে এই বিষয়ে পৌর স্বাস্থ্য আধিকারিককে অবগত করার উদ্দেশ্যে লিখিত ভাবে সাক্ষাৎ করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু বৃহস্পতিবার যখন নির্দিষ্ট সময়ে পৌরসভায় যাই তখন জানতে পারি পৌরসভার মেডিক্যাল অফিসার পৌরসভাতেই আসেন নি এবং এই ব্যপারে তিনি কিছু জানানও নি। তিনি আরও বলেন, এই সমস্যার কথা শোনার থেকে উনি পালিয়ে যেতে পারবেন না, কারন পৌরসভার মান্থলি মিটিংয়ে ওনার সঙ্গে অবশ্যই দেখা হবে।