
উজ্জ্বল হোড় ,জলপাইগুড়ি: উমার বিদায়ের দিনই ফের নতুন করে মায়ের নতুন রূপের পুজো শুরু হয়েছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতে।এই এলাকার বড় ভান্ডানিতে একাদশী তিথিতে পুনরায় উমা পূজিত হন বন দূর্গা মা ভান্ডানি রূপে।কথিত আছে মা দুর্গা সপরিবারে কৈলাস যাত্রার সময় এই স্থানে বিশ্রামের জন্য থেমে ছিলেন।
সেই থেকে প্রায় পাঁচশ বছর ধরে দশমীর পরের দিন গ্রামের মন্দিরে দুহাত বিশিষ্ঠ উমাকে মা ভান্ডানি বা বন দূর্গা রূপে পূজো দিয়ে আসছেন জলপাইগুড়ি, কুচবিহার জেলার জনপদের একটি বড় অংশ। মা ভান্ডানি কে দুর্গার অপর একটি রূপ বলেই মনে করেন এলাকাবাসীরা, এখানে বাঘের পিঠে বসে থাকেন দেবী।
কুচবিহার এবং জলপাইগুড়ি জেলার মানুষেরা মা ভান্ডানি কে খুব জাগ্রত দেবী বলেই বিশ্বাস করেন। তাই বুধবার সকাল থেকেই তিস্তা পাড়ের বার্নিশ গ্রাম মুখি হয়েছেন হাজার হাজার ভক্ত। এই পুজোতে প্রাচীণ প্রথা মেনে মা ভান্ডানিকে উৎসর্গ করা হয় ছাগ সহ কবুতর,।
উমার বিদায়ের দুঃখ যেন অনেকটাই চাপা পড়ে যায় এই বন দূর্গা বা মা ভান্ডানির পুজোকে ঘিরে ।সৃষ্টি হয় নতুন করে উৎসবের আমেজে।