
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : শীত প্রায় বিদায়ের পথে. শীতের শেষ কটা দিন জমিয়ে উপভোগ করতে জেলায় জেলায় চলছে মেলা, কার্নিভাল. জলপাইগুড়িতে শুরু হল পাঁচ দিন ব্যাপী সৃষ্টিশ্রী মেলা। রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্প এবং রকমারি খাবারের সম্ভার নিয়ে আয়োজিত এই মেলা. শহরের নেতাজি মর্ডান ক্লাব ময়দানে অনুষ্ঠিত এই মেলায় অংশ নিয়েছে, উত্তর চব্বিশ পরগনা, সহ, দুই মেদিনীপুর, বীরভূম, মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, প্রভৃতি জেলার হস্ত্ শিল্পের শিল্পী এবং মহিলা স্বনির্ভর সৃষ্টিশ্রী সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, অতিথিদের আদিবাসী নৃত্যের তালে বরণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় সৃষ্টিশ্রী মেলার। বিশেষ অতিথির দের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, কৃষ্ণা রায় বর্মন, সভাধিপতি জলপাইগুড়ি জেলা পরিশোধ।