
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: চা বাগানের নাবালিকাকে গ্ণধর্ষন। তদন্তে নেমে পুলিশের জালে ৭ অভিযুক্ত। তদের মধ্যে চার জনই নাবালক। ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল চা বলয়ে।
নাবালিকাকে গনধর্ষনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মেটেলি থানা এলাকায় একটি চা বাগানে। ধর্ষনের সময় ভিডিও রেকর্ডিং ও করে অভিযুক্তরা। সাতজন মিলে নাবালিকাকে ধর্ষনের পর তারাই সেই ভিডিও ভাইরাল করে দেয়। ভিডিওতে দেখা গিয়েছে একে একে সাত জন মিলে নাবালিকাকে ধর্ষন করছে। সোমবার মেটেলি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে জেলা পুলিশের টিম জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অভিযান চালিয়ে সাত অভিযুক্তকে গ্রেফতার করে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত জানান, আমরা অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে নেমে সাতজনক গ্রেফতার করেছি। ধৃতদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত দের মধ্যে ৪ জন নাবালক বলে জানা গিয়েছে। মঙ্গল বার ধৃতদের আদালত তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪ নাবালক ও নির্যাতিতা নাবালিকাকে জলপাইগুড়ি সরকারি হোমে পাঠানো হয়েছে।