
ওঙ্কার ডেস্ক:সোনারপুরের ত্রাস জামাল সর্দারকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। জামাল সর্দারকে গ্রেফতারের পর শনিবার তাকে বারাইপুর আদালতে তোলা হয়। তার ১৪ দিনের পুলিশ হেপাযত চ্য়েছিলো পুলিশ। কিন্তু জামালকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। জানা গিয়েছে জামালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর শ্বশুরবাড়িতে চলে যায় সে, রাত্রে সবজি বাগানে লুকিয়ে থাকে। পরের দিন নিজের সিম বদল করে , নতুন সিম থেকে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করতে থাকে । পুলিশ তার আত্মীয়দের ফোন ট্যাগ করে বুঝতে পারে জামাল কাছাকাছি আছে। এরই মাঝে জামাল যখন বাইরে বেরোয় তখন তার মুখে মাক্স ছিলো , মুখে মাক্স দেওয়া ব্যক্তি দেখে পুলিশের সন্দেহ হয়। তারপরেই পুলিশের জালে ধরা পড়ে জামাল। জামালের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতন , খুনের চেষ্টা,তোলাবাজি, অবৈধভাবে বন্য প্রাণী রাখা সহ একাধিক অভিযোগ উঠেছে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জামাল, তাকে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করে সে।