
গোপাল শীল,জয়নগর: দলুয়া খাকি গ্রামে না ঢুকে প্রায় তিন কিলোমিটার দূরে থেকে গ্রামের মানুষের হাতে ত্রাণ তুলে দিল কংগ্রেস।অপ্রীতিকর ঘটনা এড়াতে জয়নগরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা।গ্রামে না ঢুকে জয়নগরের দক্ষিণ বারাসাত বয়েজ স্কুলের সামনে ক্ষতিগ্রস্ত মহিলাদের হাতে প্রয়োজনীয় সামগ্রিক তুলে দেন কংগ্রেস সদস্যরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে জয়নগরের দক্ষিণ বারাসাত বয়েজ সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পুলিশি উপস্থিতিতে গ্রামবাসীদের নিত্য প্রয়োজনীয় জিনিস ও গ্রামবাসীদের শিশুদের জন্য প্রয়োজনীয় বই খাতা তুলে দেয়া হয় গ্রামবাসীদের হাতে। দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় ও কংগ্রেস নেতা সৌম্য আইচ।।উল্লেখ্য তিন দিন আগে কংগ্রেসের প্রতিনিধি দল জয়নগর এর দলুয়াখাকির গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রান সামগ্রী তুলে দিতে গিয়ে পুলিশে বাধার সম্মুখীন হয়েছিলেন। । এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কংগ্রেসের প্রতিনিধি দল হাজির হন জয়নগরের।