
জয়নগর,গোপাল শীল:
অবশেষে জয়নগরের ঘরছাড়ারা বাড়িতে ফিরতে শুরু করেছেন।
তৃনমূল নেতা সইফুদ্দিন খুনের পর ,টানা দুদিন ধরে ঘর ছাড়া ছিলেন সিপিআইএমের একাধিক সমর্থক এবং তাদের পরিবার,।টানা দুই দিন অর্ধাহার বা অনাহারে দিন কেটেছে তাদের। গতকাল সিপিআই এর নেতৃত্ব ঘরে ঢোকাবার চেষ্টা করেও পারেনি পুলিশি বাধায়। শেষ পর্যন্ত বুধবার জয়নগরের সিপিআইএম পার্টি অফিস থেকে ঘরছাড়া দের বাড়ি ফেরাতে উদ্যোগ সিপিআইএম নেতৃত্বে। তারপরেই ঘরে ফিরতে শুরু করেন তারা।উল্লেখ্য গত সোমবার সকালে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃনমূল নেতা সইফুদ্দিন লস্কর।এই ঘটনার পেছনে সিপিআইএম জড়িত আছে এই সন্দেহে ,প্রায় পঁচিশটি বাম সমর্থকদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।মারধোর করা হয় বাম সমর্থক ও পরিবারের সদস্য দের।এর পরেই গ্রাম ছেড়ে পালিয়ে জন সিপিআইএম সমর্থকদের পরিবারের সদস্যরা