
বাবলু প্রামাণিক,জয়নগর: সোমবার ভোরবেলা জয়নগরে এক তৃণমূল নেতাকে গুলি করে খুন দুষ্কৃতীরা। মৃতের নাম সাইফুদ্দিন লস্কর। বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি। এদিন ভোরে সাইফুদ্দিন মসজিদে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে আক্রমণ করেন দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, গুলির শব্দ শুনেই লোকজন ছুটে আসে এবং তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়েই পদ্মেরহাট হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের বিধায়ক বিভাস সরদার। তার দাবি এই খুনের ঘটনার পিছনে বিরোধীরা জড়িত।অপরদিকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে ধরে ফেলে এলাকাবাসীরা।একজনকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।অপরজনকে গ্রেফতার করেছে পুলিশ ।