
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: ঐতিহাসিক কুঠিঘাট কালী মন্দির সুবর্ণরেখার নদীর তীরে অবস্থিত। শতবর্ষ ধরে এই মন্দিরে মায়ের নিত্য পুজো হয়। কালী পুজোর দিন সকাল থেকে অগনিত ভক্ত এখানে পুজো দিতে আসেন। সর্বত্র তান্ত্রিক রীতি মেনে মা কালীর পুজো হলেও কুঠিঘাট কালী মন্দিরে মায়ের পুজো হয় বৈষ্ণব রীতি মেনে।তবে এখানে মায়ের পুজোতে নেই কোন বলি প্রথা।তবে ভক্তদের বিশ্বাস মতো কুঠিঘাট কালী মন্দিরের মা খুব জাগ্রত।তাই জঙ্গলমহলের বেশ কয়েকটি ব্লকের মানুষ যেমন পুজো দিতে আসেন তেমন বছরভর পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা ও ঝাড়খন্ডের ভক্তরা পুজো দিতে আসেন।তবে এরকম একটি ঐতিহাসিক স্থান এবং প্রাচীন মন্দিরকে ঘিরে সরকারি নিস্পৃহতায় কিছুটা হতাশ ভক্ত থেকে মন্দিরের পুরোহিত।সবার আক্ষেপ বহু মন্দিরের সংস্কার ও উন্নতিতে সরকারি সাহায্য এলেও কুঠিঘাট কালী মন্দিরে কোন সাহায্য পায়নি।তাই আগামী দিনে মন্দিরের শ্রী বৃদ্ধিতে সরকার উদ্যোগ নিক এই দাবি ভক্ত ও গ্রামবাসীদের।