
স্পোর্টস ডেস্ক :বিশ্বভ্রমনে বেরিয়েছে ২০২৩ বিশ্বকাপ। এদিন এলো কলকাতায় বালিগঞ্জের একটি স্কুলে। সেখানে আমন্ত্রিত ছিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চাকদহ এক্সপ্রেস। বিশ্বের মহিলাদের সর্বাধিক উইকেটশিকারি ঝুলন।
ঝুলন এদিন বললেন, আমাকে বিশ্বকাপ ট্রফি কলকাতা সফরে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। একজন আথলিটের যেমন স্বপ্ন থাকে অলিম্পিক পদক তেমন একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপ জেতার। আমরা মহিলারা ২০১৭ সালে চেষ্টা করে অনেকদূর গিয়েও পারিনি। কিন্তু আমাদের সবার মনে আছে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে ওয়াংখেড়ের মাঠে ভারতকে ২৮ বছর পরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে। আশা করছি রোহিত শর্মার নেতৃত্বে আবার সেই মুহূর্ত আসবে। কারণ এবারও দেশের মাঠে বিশ্বকাপ
চলতি বছরে ভারতের মাটিতে হবে ওডিআই বিশ্বকাপ। দেশের মাঠে মহাযজ্ঞ শুরু হবে ৫ অক্টোবর। ফাইনাল ১৯ নভেম্বরে।উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড মুখোমুখী হবে নিউজিল্যান্ডের। আমেদাবাদে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ভারতের প্রথম ম্যাচ ৫ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, চেন্নাইয়ে।১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর। মুম্বইতে হবে প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল হবে কলকাতায়। ২টি সেমিফাইনালেই রয়েছে রিজার্ভ ডে। প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে ১৬ নভেম্বর আর দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ ডে ১৭ নভেম্বর।