
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে ভগবান রামকে ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এই আবহে রাম প্রসঙ্গে এক মন্তব্য করে বিতর্কে জড়ালেন এনসিপি বিধায়ক জিতেন্দ্র আওহাদ।
এক সভায় শরদ পাওয়ারের দলের এই হেবি ওয়েট বিধায়কের দাবি, ‘শ্রী রাম ক্ষত্রিয় ছিলেন আর ক্ষত্রিয়রা আমিষ খেতেন । আমি যা বলেছি, তা থেকে এক চুলও নড়ব না। দেশের ৮০ শতাংশ নাগরিক আমিষ খাবার খান। তারা রামেরও ভক্ত। একজন ১৪ বছর জঙ্গলে ছিলেন। কোথা থেকে উনি নিরামিষ খাবার খুঁজে পেতেন? আমি কি ঠিক বলছি না ভুল? আমি ঠিক কথাই বলি।’ জিতেন্দ্রের এই মন্তব্যের পাল্টা সরব হয়েছে বিজেপি।