
আশীষ মন্ডল, বীরভূম:দলের নিষেধাজ্ঞার পরেও দলীয় প্রচারে অনুব্রত মণ্ডলের ছবি বীরভূমের জয়দেব-কেন্দুলির মেলায়। এই নিয়ে বীরভূমে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূমে শুরু হয়েছে জয়দেব- কেন্দুলির মেলা।সেই মেলায় আগতদের শুভেচ্ছা জানাতে মেলার প্রবেশ পথগুলিতে অস্থায়ী তোরণ তৈরি করেছে বীরভূম তৃণমূল কংগ্রেস। সেই তোরনে জ্বল জ্বল করছে তিহার জেলে বন্দি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি। সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি রয়েছে অনুব্রত মণ্ডল। তারপর থেকে দলীয় পোস্টার ও ব্যানারে অনুব্রত মণ্ডলের ছবি দিতে নিষেধ করেছিলো তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব। কিন্তু সেই নিশেধাঙ্গার পরেও বীরভূমের জয়দেব কেন্দুলির মেলায় তোরনে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপরে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া হয়েছে । বিজেপির দাবি অনুব্রত মন্ডল হল সন্ত্রাসের প্রতীক।এলাকায় ভয় ও উত্তেজনা বজায় রাখতে তার ছবি ব্যবহার করেছে তৃনমূল।
তবে এই বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নয় তৃনমূল নেতৃত্ব।এই বিষয়ে তারা জানিয়েছেন অনুব্রত এখনও দোষী প্রমাণিত হননি।তাই ছবি দেওয়া হয়েছে।এই ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে