
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: সোমবার রাতে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়র। মৃতের নাম শিবদয়াল ওরাওঁ। বাড়ি জলপাইগুড়ি জেলার দক্ষিণ ধূপঝোরার ডাউয়াতুলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে ওই প্রৌঢ় শৌচকর্ম করতে বের হন। তিনি একেবারে হাতির সামনে পড়ে যান। সেটির আক্রমণে মৃত্যু হয় প্রৌঢ়র। খবর পেয়ে এলাকায় পৌঁছান খুনিয়া স্কোয়াডের বনকর্মী ও মেটেলি থানার পুলিশ কর্মীরা। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।