
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : কাঁথি পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন মন্ত্রী অখিলি গিরির পুত্র সুপ্রকাশ গিরি. যদিও সেই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলেছে পদ্ম শিবির। উল্লেখ্য, শিশির অধিকারীকে গুরু বলে সম্বোধন করে পুরপ্রধানের পদ খোয়াতে হয়েছিল সুবল মান্নাকে। আর এবার কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে বসলেন সুপ্রকাশ গিরি.
এ বিষয় মন্ত্রী অখিল গিরি বলেন, সুবল মান্না দলবিরোধী কাজ করেছিলেন তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সুবল মান্না অপসারিত হওয়ার পর উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি সেই দায়িত্ব সামলাচ্ছিলেন। জানা যায়, স্থায়ী পৌরপ্রধান না থাকায় যাবতীয় কাজে সমস্যা হচ্ছিল। তাই রাজ্যের নির্দেশে বিশেষ বৈঠকে সুপ্রকাশ গিরিকে কাঁথি পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হল। ভাইস চেয়ারম্যান হলেন নিরঞ্জন মান্না। এই সিদ্ধান্তে খুশি তৃণমূল কর্মী সমর্থকরা।