
ওঙ্কার ডেস্ক : ক্ষনিকের জন্য আতঙ্কিত হলেও পরে স্বস্তি জম্মু ও কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বায় পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় অল্প সংখ্যক কিছু ড্রোন ছিলো বলে খবর। যদিও ভারতীয় সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় সন্দেহভাজন কিছু ড্রোনের গতিবিধি প্রতিহত করার চেষ্টা করছে ভারতীয় সেনাবাহিনী। তবে, রাতেই ভারতীয় সেনাবাহিনীর ত রফ থেকে জানিয়ে দেওয়া হয়, পরে আর কোনো ড্রোন দেখা যায়নি। এছাড়াও রাতে কোনো গুলি বা গোলাবর্ষণ না হলেও মঙ্গলবার চলে গুলির লড়াই। মঙ্গলবার সোপিয়ান জঙ্গলে চলে সেনা- জঙ্গির লড়াই। বাহিনীকে লক্ষ্য করে গুলি, পাল্টা জবাব ভারতের।
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর থেকেই একাধিক বড়সড় পদক্ষেপ ভারতের। পাকিস্তানি হামলায় প্রত্যাঘাত ভারতের। কাশ্মীরে হামলার কিছুদিনের পরই পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। আর তারপর থেকেই চলতে থাকে দুই দেশের দ্বন্ড। শনিবার বৈঠকে দু দেশই সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেও লঙ্ঘন করে পাকিস্তান। ফের ভারত – পাকিস্তানের দ্বন্দ দেখা যায়। তারপরই কড়া পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে দেওয়া হয় ভারতের তরফ থেকে। তারপরই সোমবার রাতে সীমান্ত এলাকায় দেখা যায়নি গোলাবর্ষণ। মঙ্গলবার সোপিয়ানে দেখা জায় সেনা – জঙ্গির লড়াই। নিরাপত্তার জন্য আলো নিভিয়ে রাখা হয়েছে জম্মু কাশ্মীরে। বাড়ির বাইরে যেতে বারণ কড়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে।