
স্পোর্টস ডেস্ক : রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন শেষ মনোজ তিওয়ারির। গতবারের রানার্স বাংলা এবারের মত রঞ্জি থেকে বিদায় নিল। অসম ছাড়া কোনো ম্যাচই জিততে পারেনি টিম বেঙ্গল। এদিন কেরালার কাছে ১০৯ রানে হারলো বাংলা।প্রথম ইনিংসে কেরালা ৩৬৩ রান করেছিল। শতরান করেন সচিন বেবি (১২৪) আর অক্ষয় চন্দ্রন (১০৬)।
জবাবে ব্যাট করতে নেমে বাংলার ইনিংস শেষ হয় ১৮০ রানে। অভিমন্যু ঈশ্বরণ ছাড়া আর কোনও ব্যাটার রান করতে পারেননি। ৭২ রান করেন তিনি। ৯টি উইকেট নেন কেরালার জলজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬৫ রান করে ডিক্লেয়ার করে বাংলা । বাংলার টার্গেট হয় ৪৪৯। সেই রান করতে পারল না বাংলা।মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলার রান ছিল ৫ উইকেটে ২১৭।তবে ব্যর্থ বাংলার ব্যাটিংএই হারের ফলে গ্রুপ পর্বে ৬ ম্যাচে বাংলার পয়েন্ট ১২। শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৯ পয়েন্ট হবে তাদের। তার পরেও গ্রুপের প্রথম দুইয়ে শেষ করতে পারবে না বাংলা। কারণ, মুম্বই ও অন্ধ্রপ্রদেশের পয়েন্ট এখনই ১৯-এর বেশি।বাংলা আগামী ১৬ তারিখ ইডেনে নিয়মরক্ষার ম্যাচে নামবে বিহারের বিরুদ্ধে। মনোজের শেষ ম্যাচ। তাকে সংবর্ধনা দেবে সিএবি।এবার অবসর ভেঙে রঞ্জি জয়ের টার্গেট নিয়ে নামেন মনোজ। কিন্তু সেই স্বপ্ন সফল হল না।