
ওঙ্কার ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনায় এলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সন্দেশখালি ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘এই ঘটনা শুধু বাংলার নয়, দেশের লজ্জা। দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করছে মমতা সরকার’। পাশাপাশি ঘাসফুল শিবিরকে তাঁর খোঁচা, ‘তৃণমূলে ক্ষুব্ধ বাংলার মানুষ। আসন্ন ভোটে মোদি সরকারের পক্ষেই ভোট দেবেন তাঁরা’।