
স্পোর্টস ডেস্ক : লড়াইয়ের নাম রাহমানুল্লাহ গুরবাজ। তার মা এখনও হাসপাতালে অসুস্থ। তবুও কেকেআরের প্রতি কমিটমেন্ট থাকার জন্য আইপিএলে প্লে অফে খেলতে এসেছেন আফগানিস্তানের এই উইকেটকিপার। ফিল সল্টের জায়গা পূরণ করা মোটেও সহজ কাজ নয়। তবুও তিনি গোটা টুর্নামেন্টে খেলতে না পারলেও অসুস্থ মায়ের কাছ থেকে ফিরে কোয়ালিফায়ার ওয়ানে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ১৪ বলে ২৩ রানের ইনিংস খেললেন মারলেন দুটো বাউন্ডারি আর দুটো ওভার বাউন্ডারি। নাইটরাও ৬ ওভার বাকি থাকতে অনাহাসে জয় পেয়ে ফাইনালে। ম্যাচের শেষে গুরবাজ লড়াইয়ের কথায় বললেন,’আমার মা এখনও হাসপাতালে। প্রতি দিন আমি কথা বলি মায়ের সঙ্গে। কিন্তু আমি জানি ফিল সল্ট চলে যাওয়ার পর কেকেআর পরিবারের আমাকে প্রয়োজন ছিল। সেই কারণেই আমি ভারতে ফিরে আসি। দারুণ লাগছে এখানে থাকতে পেরে। মা-ও আমার জন্য খুশি।’ এছাড়া তিনি জানালেন,’আমি আশা করছি ফিল সল্টের জায়গা আমি পূরণ করতে পারব। ম্যাচে আমার মোটিভেশনের কোনো অভাব নেই গৌতম গম্ভীর সবসময় মোটিভেশন দেয় এছাড়া শাহরুখ খানও এতো বড়ো তারকা হয়ে আমাদের সঙ্গে বন্ধুদের মত মেলামেশা করে চাপটা অনেক কমে যায়।’