
স্পোর্টস ডেস্ক :মনবিন্দর সিং বিশলা নামটা চাইলেও ভুলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। ২০১২ সালে চেন্নাইয়ে আইপিএল ফাইনালে বিশলার ব্যাটের উপর ভর করেই আইপিএল জেতে কেকেআর। চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারিয়ে প্রথমবার ট্রফি জেতে কলকাতা।১৯০ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই নাটকীয় ভাবে জিতে গিয়েছিল কেকেআর। আর ৪৮ বলে ঝোড়ো ৮৯ রানের ইনিংস খেলেন বিশলা। সেই বিশলা এখন ক্রিকেট থেকে দূরে হলেও নিয়মিত আইপিএল দেখেন। আর নাইটদের জন্য তার আবেগও কাজ করে।
বিশলা ফোনে জানালেন সেদিনের আবেগের মুহূর্ত। তার কথায়,’গম্ভীর তাড়াতাড়ি আউট হলেও আমি কিন্তু চাপে পড়িনি বরং নিজের খেলাটা খেলেছিলাম।আমি জ্যাক ক্যালিসের সঙ্গে ভালো পার্টনারশীপ গড়ে তুলি। এরপরে দল জেতায় আমার খুব ভালো লাগল। মনে হলো আমি সফল।আমি এই ইনিংস চিরকাল মনে রাখব। অনেকে বলে ফাইনালে সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। তবে আমি কখনও ব্যক্তিগত রানের জন্য খেলিনি। দলের জয়ে সবাই ছোট ছোট অবদান রেখেছিল।’রবিবার ফাইনালে সেই চিপকেই নামবে কেকেআর। ২০১২ সালের থেকে এবারে অনেক ভালো ক্রিকেট খেলে ফাইনালে নাইটরা প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কোয়ালিফায়ার ওয়ানে হায়দরাবাদকে হারিয়েই ফাইনালে গেছে নাইটরা। তবে ফাইনালে লড়াই সহজ নয় বিশলাও সেটা জানেন। ট্রাভিস হেড, প্যাট কামিন্স যারা বড়ো ম্যাচের প্লেয়ার তারা আছেন।
যদিও নাইট দলেও মিচেল স্ট্রাকের ফর্ম ফিরে পাওয়া স্বস্তির খবর। যদিও চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক সেখানে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী ফ্যাক্টর হতে পারেন। বিশলা জানালেন,’ফাইনাল কিন্ত সবসময় চাপের খেলা হয়। গোটা টুর্নামেন্টে কী করেছি ভুলে যেতে হবে। মনে রাখতে হবে চেন্নাই কিন্তু ২০১২ সালে আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেও ফাইনাল হেরেছিল। আমি নিশ্চিত গৌতম গম্ভীর আছে দলের সঙ্গে আছে আর খুব ভালোভাবে দলকে পরিচালনা করছেন। ও দলকে ঠিক ফাইনাল উতরে দেবেন। আমি চাই কেকেআর চ্যাম্পিয়ন হোক।’