
স্পোর্টস ডেস্ক :জস বাটলারের পর ঘাতক জনি বেয়ারস্টো। দুই ব্রিটিশের হাতেই ঘরের মাঠে হার কলকাতা নাইট রাইডার্সের। পঁচা শামুকে পা কাটল কেকেআরের। ইডেনের জায়ান্ট স্ক্রিনে শাহরুখ খানের থমথমে মুখ ভেসে উঠল। চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট। শেষবার বাটলারের শতরানে দলের হার দেখেছিলেন, এদিন সেই ভূমিকায় বেয়ারস্টো। ২২টি চার, ১৮টি ছয় মেরেও হারতে হবে কে ভেবেছিল! শুধুমাত্র আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পাঞ্জাব কিংসের। নির্ধারিত ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬১ রান তোলে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পাঞ্জাবের। ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় পাঞ্জাব.আর ম্যাচের পরে স্বাভাবিকভাবেই হতাশ নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। বোলারদের নাম মুখেও আনলেন না। শ্রেয়স এদিন জানালেন,’২৬১ রান করে হারতে হবে ভাবিনি। ব্যাটারেরা যে ভাবে ব্যাট করেছে তা এক কথায় অসাধারণ। নারিন খুব ভাল ব্যাট করেছে। সল্টও শুরু থেকে চালিয়েছে। ওদের খেলা দেখতে খুব ভাল লাগে। ওদের কাছে এর থেকে বেশি আর কী চাইব?কেনো হারলাম এর কারণ অনুসন্ধান করব।’ নাইটদের ফিল্ডিং কোচ রায়ান টেন দুসখাতে সাংবাদিক বৈঠকে এসে বললেন,’টি২০ ক্রিকেটে কোনও দিনও বোলারদের কথা ভেবে কিছু করা হয়নি। পরিস্থিতি এখন আরও পাল্টে গিয়েছে। কোন জায়গায় বল ফেলে ব্যাটসম্যানকে অস্বস্তিতে রাখা যায়, বোঝা যাচ্ছে না। তবে ২৬১ রান করার পরে বিপক্ষকে আটকে দেওয়া উচিত ছিল। কেনো হল না সত্যিই বুঝতে পারছি না।’এদিকে পঞ্জাব অধিনায়ক আর এক ইংল্যান্ড প্লেয়ার শ্যাম কারান জানালেন,’বেয়ারস্টো রানের মধ্যে ছিল না। সেঞ্চুরি করে দলকে জেতালো ভালো লাগল। তবে সত্যিই খুবই ভালো লাগছে। এই জয়টা আত্মবিশ্বাস ফিরে পেতে আমাদের খুব দরকার ছিল। তবে ক্রিকেট এখন বেসবল হয়ে গেছে। কত রান হল ভাবার দরকার নেই চালিয়ে খেলতে হবে খালি।’