
স্পোর্টস ডেস্ক :নিজের দল কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কি ক্ষুব্ধ মালিক শাহরুখ খান। ইডেনে শুক্রবার প্রথমে ব্যাট করে টি২০ ক্রিকেটে ৬ উইকেটে ২৬১ রান তোলে নাইটরা। যা টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান। আর সেটাই কিনা ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত ইংল্যান্ডের তারকা ওপেনার জনি বেয়ারস্টো ১৮ ওভার ৪ বলে তুলে দিলেন।আর শাহরুখ ২ ওভার বাকি থাকতেই বেরিয়ে যান। আরসিবি ম্যাচ ছাড়া ইডেনে এবারের আইপিএলে সব ম্যাচেই আসেন বাদশাহ। বরাবরের মত এবারেও দর্শকদের হাত নাড়লেন। কেকেআর যখন ব্যাট করতে নেমে তান্ডব করেন উচ্ছাসা তার চোখেমুখে ছিল। আর দলের বোলিং দেখে ততটাই হতাশা। রাজস্থান ম্যাচে এমনই অবস্থায় আর এক ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটার জস বাটলারের ইনিংসের কাছে যখন নাইটরা হেরে যায় শাহরুখ ড্রেসিংরুমে ঢুকে প্লেয়ারদের সান্তনা দেন। ঘুরে দাঁড়ানোর পেপটক দেন। কিন্তু এবার দলের বোলিংয়ে যথেষ্ট হন আর মাঠেও না নেমে ইডেন ছাড়লেন। ভাগ্য ভালো এদিন পঞ্জাব মালকিন প্রীতি জিন্টা মাঠে ছিলেন না তাহলে লজ্জা আরও বাড়ত শাহরুখের।নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান তোলে কেকেআর। এর আগে ইডেনে নাইটদের সর্বোচ্চ রান ছিল ২৩২। ২০১৯ সালে মুম্বইয়ের বিরুদ্ধে করেছিল কেকেআর। এদিন সেটা ছাপিয়ে যায়। প্রথম উইকেটে ১৩৮ রান যোগ করেন সুনীল নারিন, ফিল সল্ট জুটি। সেই রান ৮ বল বাকি থাকতে তুলে নেয় পঞ্জাব। সোমবার ইডেনে নাইটদের প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস।