
স্পোর্টস ডেস্ক :—-১২ বছর পর মেন্টর গম্ভীরের হাত ধরে আবারও আইপিএলের জেতার স্বপ্ন কলকাতা নাইট রাইডার্স দলের । ৩৮ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিরাট ব্যবধানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে নাইট বাহিনী। বড়ো ব্যবধানে জিতে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার বললেন,’প্রত্যেক বোলার নিজের কাজটা করেছে। সবাই দারুণ বল করেছে। এমনকী যখন বিপক্ষের রানরেট বেড়ে গিয়েছিল, তখনও আমরা নিয়মিত উইকেট তুলে নিয়েছি। সবার মনোভাব ইতিবাচক ছিল। আমাদের দলে বৈচিত্র আছে। তারওপর সবাই খুব ভাল বল করেছে। কেউ হালকাভাবে নেয়নি। সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্টের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এক রাজ্য থেকে আর এক রাজ্যে ঘুরতে হয়েছে। অথচ খেলার সুযোগ হয়নি। একটু কঠিনই ছিল এই ব্যাপারটা। অযথা ভেবে নিজেদের চাপে ফেলতে চাইনি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি । যতটা বেশি সম্ভব কাজে লাগানোর চেষ্টা করেছি। এখন ফাইনাল নিয়ে ভাবছি শুধু।’এদিন মাঠে ছিলেন নাইট শাহরুখ খান। ম্যাচের শেষে বাদশাহ গোটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম পরিদর্শন করলেন শাহরুখ খান। ছেলে-মেয়েদের নিয়ে ভিকট্রি ল্যাপ দিলেন। ফাইনালেও মাঠে থাকবেন কিং খান। যদি ২০১২ আর ২০১৪ ছবি দেখা যায় অবাক হওয়ার কিছুই থাকবে না।