
ওঙ্কার ডেস্ক : শহরে রুফটপ রেস্তোরাঁগুলি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ শুরু হতেই কলকাতা পুরোসভার বিরুদ্ধে হাইকোর্টের দারস্থ হলেন রেস্তোরাঁর মালিকরা। শহর কলকাতায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁকে বিপদজনক বলে জানিয়েছিল কলকাতা পুরসভা। অবিলম্বে এইসব রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুলিশের কাছ থেকে শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁর তালিকা পাওয়ার পর যুদ্ধকালীন পদক্ষেপ করে কলকাতা পুরসভা। মেয়র জানিয়েছিলেন, ছাদকে বানিজ্যিক ভাবে কাজে লাগান যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সব রুফটপ রেস্তোরাঁ ভেঙে ছাদ পরিষ্কার করতে হবে। তা না হলে পুরসভা থেকে সেসব ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই কাজ শুরু হতেই রেস্তোরাঁর মালিকরা কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন। তাঁদের বক্তব্য, অনুমতি থাকা সত্ত্বেও কেন তাঁদের রেস্তোরাঁগুলো ভেঙে ফেলা হচ্ছে।
মেয়রের নির্দেশ মতোই নামিদামি রেস্তোরা ভাঙার কাজও ইতিমধ্যেই শুরু করেছি পৌরসভা। এই অবস্থায় রেস্তোরাঁর মালিকদের অনেকেরই মাথায় হাত। নিমেষের মধ্যে কর্মহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের। সেই কারণেই সোমবার পুরসভার এই কাজের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে রেস্তোরাঁ মালিক সংগঠন।
রেস্তোরাঁ মালিকদের দাবি, রেস্টুরেন্টএর সমস্ত রকম নথিপত্র থাকা সত্ত্বেও যাবতীয় অনুমতি থাকার পরেও কি করে পুরসভা এই সিদ্ধান্ত নিতে পারে? এই প্রশ্ন সামনে রেখেই হাইকোর্টে মামলা দায়ের করে তারা। সোমবার এই মামলার শুনানি দেবে বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ।