
প্রদীপ মাহাতো, পুরুলিয়া:আগামী সাত দিনের মধ্যে ঝালদা পুরসভার পুর প্রধান নির্বাচন করার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্টের বিচারক রাজশেখর মান্থা । উল্লেখ্য গত ১৭ই জানুয়ারি দলীয় নির্দেশ উপেক্ষা করেই ঝালদা পুরসভায় তলবী সভায় যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ঝালদা পুরসভার ৭ জন কাউন্সিলর । এই অনাস্থা পস্তাবে শিলা চট্টোপাধ্যায় অপসারিত হওয়ার পরে, নতুন পুরপ্রধান নির্বাচনের জন্য বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী পুর প্রতিনিধিরা । বৃহস্পতিবার রাজশেখর মান্থার এজলাসে মামলাটি শুনানি হয় । বিচারক রাজশেখর মান্থা আগামী ৭ দিনের মধ্যে পৌরপ্রধান নির্বাচন করা নির্দেশ দেন । এবং এই ৭ দিন ঝালদার মহকুমাশাসককে পুরসভা পরিচালনা করার নির্দেশ দেন তিনি