
অঞ্জন চট্ট্যোপাধ্যায়, ওঙ্কারঃ মোহনবাগান রত্ন পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কার্যকারী বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন মোহনবাগান কর্তারা। পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়দের অ্যাওয়ার্ড দেওয়া হবে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানে।
শুক্রবার মোহনবাগান কার্যকারী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবারে মোহনবাগান রত্ন দেওয়া হবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ৯ বছর মোহনবাগানের হয়ে ক্রিকেট খেলছেন মহারাজ। মোহনবাগান জার্সিতে অবদানের কথা মাথায় রেখে সৌরভকে এবার মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাগান সচিব দেবাশীষ দত্ত জানান, সবথেকে কম সময় এই সিধান্ত নেওয়া হয়েছে, আশা করি এই বিষয়ে কারোর দ্বিমত নেই। মোহনবাগান দিবসের দিন পুরষ্কার পেতে চলেছেন সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস, ক্রিড়া সাংবাদিক দেবাশিস দত্ত, সেরা সমর্থক বাপি মাঝি, অজয় পাশওয়ান এছাড়াও সেরা রেফারি পুরস্কার পাচ্ছেন দিলীপ সেন সহ অনেকেই। গোষ্ঠ পালের মূর্তিতে মালা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন অনুষ্ঠান প্রাক্তনী দের ম্যাচ ছাড়াও হবে নানা সংস্কৃতিক অনুষ্ঠান।