
স্পোর্টস ডেস্ক : ডার্বির টিকিটের বৈষম্য আছে। ক্রীড়ামন্ত্রীর নির্দেশের পরেও ইস্টবেঙ্গল নিজেদের সমর্থকদের।ডার্বির টিকিটের দাম ঠিক করে ইস্টবেঙ্গল। নিজেদের সমর্থকদের কথা ভেবে টিকিটের দামে ছাড় দিলেও আর সেটা করতে পারছে না ইস্টবেঙ্গল। অর্থাৎ মোহনবাগান সমর্থকদের জন্য নির্ধারিত মূল্যেই এবার টিকিট কাটতে হবে লাল-হলুদ সমর্থকদের। যারা আগে টিকিট কেটে ফেলেছে তারাই শুধু সেই সুবিধাটুকু পবে। এমন কোলাহলেও মোহনবাগান তাঁবুতে ডার্বি বয়কট করা ক্লাব কর্তাদের থেকে সমর্থকদের টিকিটের আকুতি মিনতি। মহামেডান ট্রেন্টের সামনে বাগান সমর্থকদের অফলাইন টিকিটের জন্য লম্বা লাইন। আর সেই ডার্বির সমর্থকদের উত্তাপ চলে এসেছে সবুজ মেরুন তাঁবুতেও। মোহনবাগান বর্তমান ফর্ম এর নিরীখে এগিয়ে। তবুও বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস বললেন,’আমার আর টিমের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। তিনটে পয়েন্টেই ফোকাস আমাদের। আর সেটা পেলে আমরা কিন্তু পয়েন্ট টেবলের প্রথম জায়গাটা দখল করতে পারব।
দুটো টিমের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। ওরা সেরা ছয়ের মধ্যে শেষ করতে চায়। আর আমরা অন্য লক্ষ্যের পিছনে ছুটছি। তবে এটাও মাথায় রাখব, ডার্বি সব সময় আলাদা একটা ম্যাচ। কুড়ি দিন বাদে হলেও একই কথা বলতাম। ইস্টবেঙ্গল যতই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাক, সমর্থকদের বলতে চাই, এটা আলাদা ম্যাচ। তবে আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে।’রাতে ম্যাচ হওয়ায় গ্যালারি ভরবে না এমন আশঙ্কাও করা হচ্ছে। তবে হাবাস বললেন, ‘মাঠে আসুন দলকে সমর্থন করুন।’অন্যদিকে মোহনবাগানের এই মুহূর্তে নয়নের মণি পেত্রত্রাস গত আইএসএলে হাবাসকে ডার্বি হারানোর থেকে বাঁচানোর ত্রাতা। তিনি কি গোল করবেন আর সেলিব্রেশন কেমন হবে! পেত্রত্রাস বলে গেলেন,’এখনও তেমন কিছু ভাবিনি। তবে গোল করতে চাই দলকে জেতাতে চাই এটাই আমার এক আর একমাত্র টার্গেট।’