
জ্যোতিপ্রিয় মল্লিককে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার বেলা ৩টেয় বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। এরপরই সিদ্ধান্ত হবে রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে। গত ২৭ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। যা শুনে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। এরপর থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মস্তিষ্কের এমআরআই ও মেরুদণ্ডের পরীক্ষানিরীক্ষা হয়েছে। হাতে পায়ে কিছু সমস্যা পাওয়া গিয়েছে। তবে এখন স্থিতিশীল আছেন বালু।