
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ একজন স্থায়ী বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট। দিল্লি হাই কোর্টের বিচারপতি গৌরাঙ্গ কাঁথ কলকাতা হাই কোর্টের নতুন বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মতো শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রক অনুমোদন দিয়েছে। এনিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বিচারপতি গৌরাঙ্গ কাঁথ খুব শীঘ্রই তিনি দায়িত্ব নেবেন। সম্প্রতি দুজন বিচারপতি অবসর নেওয়ায় এখন ৫১ জন বিচারপতি রয়েছেন কলকাতা হাই কোর্টে। ক্রমাগত মামলার চাপ বাড়ায় কলকাতা হাই কোর্টের জন্য একজন স্থায়ী বিচারপতি নিয়োগ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।