
মিহিকা শ্রীমাণি, কলকাতা : বৃহস্পতিবার শুরু হল ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করেন। এবারের থিম ‘ব্রিটেন’। প্রতিবছরের মতো এবছরও সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলার দ্বিতীয় দিনে ভিড় কেমন ? মানুষের মধ্যে উচ্ছ্বাসই বা কতটা? দেখতে সেখানে পৌঁছে গেল ওঙ্কার বাংলার ক্যামেরা।
প্রথম দিনের মতো বইমেলার দ্বিতীয় দিনেও মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড়। পড়ুয়াদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। বাবা মার হাত ধরে হোক বা স্কুলের তরফ থেকে, এই স্মার্টফোনের যুগেও কিন্তু কমিকস বা গোয়েন্দাগল্প থেকে বাচ্চাদের আগ্রহ যে একটুও কমেনি তার প্রমাণ এবারের বইমেলা। চিলড্রেনস বুক প্যাভিলিয়ন, দক্ষভারতি সহ ছোটদের পাবলিকেশনের স্টলগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। স্কুল পড়ুয়া প্রিয়া দাসের এবার প্রথম বইমেলায় আসা। বন্ধুদের সঙ্গে ঘুরে দেখছে বিভিন্ন স্টল। ইতিমধ্যে কিনেও নিয়েছে বেশকিছু বই।
দক্ষভারতির সদস্য পুলক দাস জানান, ‘আবোল-তাবোল’ থেকে শুরু করে ‘চিরদিনের কথামালা’, ‘নীতিমালা’ নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়াই তাঁদের লক্ষ. খুদেদের পাশাপাশি অভিভাবকদের থেকেও বেশ ভাল সাড়া পাওযা যাচ্ছে বলেও জানান তিনি।
চিলড্রেনস প্যাভিলিয়নের সদস্য রবিন দাস জানান, তাঁদের স্টলের এবারের বিশেষ থিম পাণ্ডব গোয়েন্দা. এর পাশাপাশি ভূতের বই থেকে অন্যান্য গোয়েন্দাগল্প সবই রয়েছে এই স্টলে। এই দুদিনে যা বিক্রি বাট্টা হয়েছে তাতে বেশ খুশি রবিনবাবু।
হাতে যতই স্মার্টফোন থাকুক, বইয়ের গন্ধ যা আনন্দ দেয়, তার যে কোনও বিকল্প নেই, তা এই বইমেলায় এলেই বোঝা যায়।