
নিজেস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুর মন্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তুব বাগচী কে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডলপাড়া অশনি সংঘ ক্লাবের কাছে জমায়েত দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা কৌস্তব বাগচী সেই সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের সমর্থকরা। শুরু হয় ধাক্কাধাক্কি। বিজেপি নেতা কৌস্তব বাগচী অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুথ জ্যাম করা হচ্ছে। এরপর কৌস্তব বাগচীর উপর হামলা করা হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ । ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় টিটাগড় থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী।