
বাবলু প্রামাণিক,কুলতলী:
পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে হিংসা অব্যাহত দক্ষিণ চব্বিশ পরগনায়।দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। আর মাত্র কয়েকদিন পর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে শাসক দলকে ব্যাকফুটে ফেলতে মরিয়া বিরোধী দলের কর্মীরা।তারই প্রতিফলন দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। শাসক দলের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ উঠে আসছে বিরোধীদের বিরুদ্ধেও। সোমবার রাতে কুলতলী ব্লকের মেরিগঞ্জ ১ নম্বর অঞ্চলের ঘরামী পাড়া এলাকায় গুলিবিদ্ধ হলেন তৃনমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামী ।অভিযোগের তীর CPIM ও SUCI দুষ্কৃতী দের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত কুতুবুদ্দিন কে উদ্ধার করে কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে তারা। তবে তৃনমূল কর্মীকে আক্রমণ করার অভিযোগ অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম ও এস ইউ সি আই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।