
প্রদীপ মাহাতো, পুরুলিয়া : কুম্ভমেলায় যাওয়ার পথে মৃত্যু পুরুলিয়ার তিন পুণ্যার্থীর। সুত্র মারফত জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারি পুরুলিয়ার টামনা থানা এলাকার চাকলতোড় মোড় থেকে একটি রিজার্ভ বাস রওনা দেয় কুম্ভমেলার উদ্দেশ্যে। সেই বাসে গোপলাডি গ্রামের ১৩ জন বাসিন্দাও ছিলেন। বুধবার আনুমানিক ভোর পাঁচটার সময় প্রয়াগরাজ জেলার উতারামপুর থানা এলাকার ভগবতি পেট্রল পাম্পের কাছে দাঁড়ায় বাসটি। সেই সময় অন্যান্যদের সঙ্গে এই মহিলারাও বাস থেকে নেমে শৌচকর্ম করার জন্য যান। রাস্তা পার হওয়ার সময়ই গাড়ি এসে ধাক্কা মারে তিন মহিলাকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। মৃতাদের নাম কুন্তী মাহাতো (৬৮), আল্পনা মাহাতো (৪৭), জাগুঁড়ি মাহাতো (৪৯)। গতকালই উতারামপুরের স্থানীয় এক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ।
বুধবার সকালে পুরুলিয়ার গ্রামে দেহ এসে পৌঁছায়। অ্যাম্বুলেন্স থেকে একে একে মৃতদেহ নামানো হয় বাড়ীর উঠোনে। মৃতদেহগুলি বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের আত্মীয়রা। কুন্তী ও আল্পনা হলেন সম্পর্কে শাশুড়ি ও বৌমা। একি পরিবারের দুইজনের মৃত্যু কিছুতেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত পুণ্যার্থীরা জানান উতারামপুরের প্রশাসন তাঁদের সবরকমের সাহায্য করেছে।