
প্রদীপ মাইতি,নন্দীগ্রাম : এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারপতিকে করা মন্তব্য ইস্যুতে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ। শনিবার হলদিয়ায় সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের প্রতি আস্থা রয়েছে। হাইকোর্টকে অসম্মান করতে চাননি অভিষেক। বরং বিচার ব্যবস্থার প্রতি চরম আক্ষেপ থেকে তিনি এই কথা বলেছেন।
এদিন সংবাদমাধ্যমের সামনে তিনি আরও বলেন, তৃণমূল নেতাদের জন্য বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে। কিন্তু শুভেন্দু বাহিনী যখনই হাইকোর্টে যাচ্ছে তখনই রক্ষা কবচ পেয়ে যাচ্ছে। এদিন এ সংক্রান্ত একটি তালিকাও দেখান কুণাল।
এর পাশাপাশি তিনি বলেন,সিপিএমের হার্মাদরাই এখন সিপিএম ও বিজেপির হয়ে সন্ত্রাস চালাচ্ছে।
শনিবার আরও একাধিক ইস্যুতে কুণাল একযোগে সিপিআইএম,কংগ্রেস,বিজেপি ও আইএসএফকে নিশানা করেন।