
ওঙ্কার ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে রসিকতা করার জেরে কমেডিয়ান কুণাল কামরার উপর ক্ষিপ্ত শিণ্ডের ভক্তরা। এমনকি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সোমবার ফড়নবিস বলেছেন, ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান কামরা তাঁর মন্তব্যের মাধ্যমে শিন্ডের অপমান করেছেন। শুধু তাই নয় কামরার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। যদিও কুণাল মুম্বই পুলিশকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আদালত না বললে তিনি কোনওভাবেই ক্ষমা চাইবেন না।
তাঁর ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর কৌতুক শিল্পী কুণাল কামরা বলেছেন, ‘কারও ভয়ে খাটের নিচে লুকোব না।’ শিণ্ডে ভক্তদের চ্যালেঞ্জ ছুড়ে কুণাল জানিয়েছেন তিনি তামিলনাড়ুতে রয়েছেন। উল্লেখ্য, কুণাল কামরার বিতর্কিত ভিডিওটি সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসার পর তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি শিণ্ডে ভক্তরা মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত ‘হ্যাবিট্যাট স্টুডিও’-তে ভাঙচুর চালিয়েছে। কুণালের বিরুদ্ধে অভিযোগ, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেছেন।
ভাঙচুরের ঘটনার পর কুণাল কামরা বলেছেন, ‘কৌতুক শিল্পীদের বাকস্বাধীনতা ধনী ও ক্ষমতাবানদের প্রশংসার মধ্যে সীমাবদ্ধ থাকা ঠিক নয়। একজন প্রভাবশালী জনগণের ক্ষতি করে অথচ সামান্য কৌতুক সহ্য করতে পারে না। যদিও তাঁর অক্ষমতা আমার অধিকারকে কেড়ে নিতে পারে না। যতদুর জানি এই ধরনের কৌতুক আইন বিরোধী নয়।’ তবে ক্ষমা চাওয়ার দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছেন কুণাল।