
ওঙ্কার ডেস্ক: খাদি ও গ্রামীণ শিল্পে উৎপাদন বেড়েছে চারগুণ এবং বিক্রি বেড়েছে পাঁচগুণ। নয়া এই রেকর্ডের কথা জানিয়েছেন, খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার। সোমবার নয়াদিল্লিতে ২০২৪-২৫ অর্থবর্ষের খাদি ও গ্রামীণ শিল্প (কেভিআইসি) সংক্রান্ত তথ্য প্রকাশ করে এ কথা জানান তিনি।
মনোজ কুমার বলেন, কেভিআইসি ২০২৪-২৫ অর্থবর্ষে উৎপাদন, বিক্রি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির নতুন রেকর্ড তৈরি করেছে। গত ১১ বছরে বিক্রি বেড়েছে ৪৪৭%, উৎপাদন বেড়েছে ৩৪৭% এবং কর্মসংস্থান বেড়ে হয়েছে ৪৯.২৩ %। ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪-এ বিক্রি ৩৯৯.৬৯ % এবং উৎপাদন ৩১৪.৭৯% বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, কেভিআইসি অসাধারণ কাজ করছে। যা ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর সংকল্প বাস্তবায়নে সাহায্য করবে। কেভিআইসি-র চেয়ারম্যান জানিয়েছেন, ২০১৩-১৪ অর্থবর্ষে খাদি ও গ্রামীণ শিল্পজাত পণ্যের উৎপাদন ছিল ২৬১০৯.০৭ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তা প্রায় চারগুণ বেড়ে হয়েছে ১১৬৫৯৯.৭৫ কোটি টাকা। ২০১৩-১৪ আর্থিক বছরে বিক্রি ৩১১৫৪.১৯ কোটি টাকা ছিল, এটি ৪৪৭% বেড়েছে। প্রায় পাঁচগুণ বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ আর্থিক বছরে বিক্রি ১৭০৫৫১.৩৭ কোটি টাকায় পৌঁছেছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। খাদি ও গ্রামীণ শিল্পে ব্যবসাতেও অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছে। ২০১৩-১৪ আর্থিক বছরে ব্যবসা ছিল ৫১.০২ কোটি টাকা, এটি প্রায় ২ গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় ২০২৪-২৫ আর্থিক বছরে ১১৫% বেড়ে ১১০.০১ কোটি টাকায় পৌঁছেছে।
উল্লেখ্য, এর আগে কুম্ভ মেলাতে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছিল খাদি পণ্যের। ২০২৫ সালের ১৪ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে একটি প্রদর্শনীতে খাদি পণ্যের বিক্রি হয়েছিল ১২.০২ কোটি টাকার। সেই প্রদর্শনীতে ৯৮টি খাদি স্টল এবং ৫৪টি গ্রামোদ্যোগ স্টল ছিল। বাজার পর্যবেক্ষকদের মতে দেশজুড়ে খাদি পণ্যের গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে।