
স্পোর্টস ডেস্ক :প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ব্যাডমিন্টনের সেমি-ফাইনালে হেরে গেলেন লক্ষ্য সেন। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে হেরে গেলেন লক্ষ্য। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ২০-২২, ১৪-২১। প্রথম গেমে ৩ বার গেম পয়েন্ট পেয়েও কাজে লাগাতে পারেননি লক্ষ্য। দ্বিতীয় গেমে ৭-০ এগিয়ে যান এই ভারতীয় শাটলার। কিন্তু সেখান থেকে পরপর পয়েন্ট হারিয়ে গেম ও ম্যাচ খোয়ালেন লক্ষ্য। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাক্সেলসেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২ গেমেই পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে জয় ছিনিয় নিলেন। ডেনমার্কের এই শাটলার পরপর ২ বার অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে সোমবার ফাইনালে খেলতে নামবেন। লক্ষ্য এদিন হেরে গেলেও, এখনও পদক জিততে পারেন। তাঁকে ব্রোঞ্জ পদক জেতার জন্য সোমবার লড়াই করতে হবে।