
সূর্যজ্যোতি পাল, কোচবিহারঃ রাত পোহালেই লক্ষ্মী পূজো, আর সেই জন্যেই মহালক্ষ্মী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কোচবিহার মদনমোহন বাড়িতে। মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে শুরু হয়েছে দেবীমূর্তি নির্মাণের কাজ। আজও কোচবিহারের মহারাজার আমলের নীতি মেনেই কোচবিহার মদনমোহন বাড়িতে মা বড়লক্ষ্মীর পুজো হয়ে আসছে। দেবী মূর্তি তৈরির কাজ প্রায় শেষপর্যায়ে। প্রতিবছরের মতো বংশ পরম্পরায় এবারেও মহালক্ষ্মী মূর্তি তৈরি করছেন প্রভাত চিত্রকার। বিগত ৩২ বছর ধরে দেবীর চতুর্ভোজা মূর্তি তৈরি করে আসছেন তিনি।
মৃৎশিল্পী জানিয়েছেন, অন্যান্য মা লক্ষীর মূর্তি থেকে এই মূর্তি একেবারে আলাদা। প্রত্যেকের ঘরে যে গৃহলক্ষ্মী পূজিত হন তাঁর বাহন থাকে পেঁচা। তবে মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে মহালক্ষ্মী মূর্তির চারিদিকে চারটি হাতি দাঁড়িয়ে থাকে। দেবীর গায়ের রং রক্তবর্ণ, মহালক্ষ্মীর সাথে গজরাজে বিরাজমান ইন্দ্র দেবেরও পুজো হয় এদিন। ৪০০ বছর পুরনো এই পূজো একসময় কোচবিহার রাজপ্রাসাদে হলেও এখন তা কোচবিহার মদনমোহন বাড়িতে অনুষ্ঠিত হয়। বর্তমানে এই পুজোর দায়িত্ব পালন করেন কোচবিহার দেবত্র ট্রাস্টবোর্ড।