
নজরে ষষ্ঠ দফার নির্বাচন –
৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গ্রহণ
মোট ৫৮টি আসনে ভোট, মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন
বাংলায় ভোট ৮টি আসনে
বিহারে ভোট ৮ টি আসনে
হরিয়ানাতে ভোট ১০ টি আসনে
ঝাড়খণ্ডে ভোট ৪ টি আসনে
ওড়িশায় ভোট ৬ টি আসনে
উত্তরপ্রদেশে ভোট ১৪ টি আসনে
দিল্লিতে ভোট ৭ টি আসনে
কাশ্মীরে ভোট ১ টি আসনে
বাংলায় তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে নির্বাচন
এই পর্বের হেভিওয়েট প্রার্থীরা হলেন
বিজেপির হেভিওয়েট প্রার্থী বাঁশুরি স্বরাজ
বিজেপির হেভিওয়েট প্রার্থী মনোজ তিওয়ারি
বিজেপির হেভিওয়েট প্রার্থী মনোহর লাল খাট্টার
কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী কানহাইয়া কুমার
কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দিপেন্দ্র সিং হুডা
এরাজ্যের হেভিওয়েটদের মধ্যে রয়েছেন
বিজেপির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়,
বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নীমিত্রা পাল
তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেব, জুন মালিয়া