
নিজেস্ব প্রতিনিধিঃ বিহারে ধাক্কা খেলো বিজেপির জোট। নির্বাচনি রফায় একটিও আসন না পাওয়ায় ক্ষুব্ধ পশুপতি পারশের দল জোট থেকে আলাদা হয়ে গেল। প্রসঙ্গত উল্লেখ্য পশুপতি পারশের দল আর এল জি পি বিহারের একটি রাজনৈতিক দল। লোকসভা নির্বাচনে আসন সামঝোতায় একটিও আসন না পাওয়ায় কেবলমাত্র জোট নয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিচ্ছেন পশুপতি পারশ। পারশের এই অভিমান আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি জোটের ভোটব্যাংকে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।
প্রসঙ্গত, লোকসভা ভোটের বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে এনডিএ জোট। সোমবার বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। আসন সমঝোতার সূত্র অনুসারে বিজেপি লড়াই করবে ১৭ আসনে এবং জেডিইউ লড়বে ১৬ আসনে। এর পাশাপাশি চিরাগ পাশোয়ানের এলজেপি (রামবিলাস) পাবে ৫টি আসন এবং জিতন রাম মাঝির হাম এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা পাবে ১টি করে আসন। একটিও আসন দেওয়া হয়নি আর এল জি পি কে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন পশুপতি পারশ। ৫ জন সাংসদে ছিল পারশের সঙ্গে।