
জয়ন্ত সাহা, ওঙ্কার বাংলাঃ আসানসোলের কুলটিতে নির্বাচনি প্রচারে গিয়ে, সন্দেশখালির অস্ত্র উদ্ধার প্রসঙ্গে চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘চকোলেট বোমা ফাটলেও, এনএসজির দরকার পড়ে?’
তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে শনিবার কুলটিতে নির্বাচনী প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘পরিস্থিতি দেখে যেন মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। পুলিশকে জানানো হয়নি। এক তরফা হয়েছে। যে অস্ত্র উদ্ধার হয়েছে, তা কোথা থেকে এল তা নিয়ে সন্দেহ রয়েছে। হয়তো আগে থেকে নিজেরাই ওখানে রেখে এসেছে। আজকে শুনলাম সন্দেশখালির বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। মনে করছে বোমা রেখে এবং চাকরি খেয়ে জিতে যাবে।’
উল্লেখ্য, শুক্রবার শেখ শাহাজাহানের গড় সন্দেশখালির আগারহাটির হানা দেয় সিবিআই। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। এলাকায় যায় এনএসজি। রিমোটচালিত রোবট দিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চলানো হয় আবু তালেব মোল্লার বাড়িতে। একটি রহস্যময় ব্যাগ বের করে আনে রোবট।