
নিজেস্ব প্রতিনিধি,বহরমপুরঃ শনিবার সাত সকালে বহরমপুর শহরের খাগড়া এলাকায় প্রচার করলেন কংগ্রেস প্রার্থী তথা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। তিনি আশাবাদী তিনি ফের বহরমপুর লোকসভা কেন্দ্র সংসদ নির্বাচিত হবেন।
জমে উঠেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন পর্ব। শনিবার সকালে বহরমপুর শহরের খাগড়া এলাকায় ভোটের নির্বাচনী প্রচার করলেন কংগ্রেস প্রার্থী তথা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। এলাকার বয়স্ক বৃদ্ধা থেকে গুণীজন মানুষ সকলের কাছে গিয়েই ভোট প্রার্থনা করতে দেখা যায় অধীরকে। দলীয় কর্মীদেরকে সঙ্গে নিয়ে ভোটের ময়দানে নেমে শনিবার সকাল থেকেই ঝড় তুললেন বাম ও কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হেভিওয়েট এই লোকসভা কেন্দ্রে জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার। চড়া রৌদ্রকে উপেক্ষা করেই সকাল থেকে ভোটের নির্বাচনী প্রচার করতে দেখা যায় অধীর চৌধুরীকে। বহরমপুর- অধীর গড় হিসাবেই পরিচিত। বড়ঞা, কান্দি, ভরতপুর, রানিনগর, বেলডাঙা, নওদা এবং বহরমপুর বিধানসভা নিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্র। গত লোকসভা ভোটে তৃণমূল ও কংগ্রেসের দ্বিমুখী লড়াই হয়েছিল। এবার জোর টেক্কা বিজেপিরও।