
মৌমিতা মহাপাত্র,পুরিঃ লোকসভা নির্বাচনে প্রচার করার জন্য ন্যূনতম যে অর্থের প্রয়োজন। কিন্তু সেই টাকা দিচ্ছে না কংগ্রেস। তাই ভোটে ময়দান থেকে সরে দাঁড়ালেন পুরী লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি। আর পুরী লোকসভা আসনে ফাঁকা মাঠে গোল দেবার সুযোগ পেয়ে গেল বিজেপি জাতীয় মুখপত্র তথা পুরি’র বিদায়ী সাংসদ সম্বিত পাত্র।
আগামী ২৫ মে ষষ্ঠ দফায় পুরী লোকসভা আসনে নির্বাচন। আর নির্বাচনে আগে ধাক্কা খেল কংগ্রেস। দল প্রচারের জন্য টাকা দিচ্ছে না, এই অভিযোগ তুলে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন ওড়িশার কংগ্রেস প্রার্থী। হ্যাঁ ঠিকই শুনছেন। টাকার অভাবে কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে চাইছেন।
সুচরিতা মোহান্তি জানিয়েছেন, শুক্রবার রাতে দলের হাইকমান্ডের কাছে তিনি ইমেল করেছেন। তিনি আরও বলেন, দল থেকে কোনও তহবিল দিয়ে সাহায্য না করার কারণে আমি প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। পার্টির টিকিট ফেরত দিয়েছি।”
শনিবার সাংবাদিকদের উত্তরে তিনি আরও বলেন, প্রচারের জন্য অর্থ সংগ্রহ করতে ভোটারদের দ্বারস্থ হয়েছিলেন সুচরিতা। কিউআর কোড শেয়ার করে অর্থসাহায্য চেয়েছিলেন। তবে বিশেষ লাভ হয়নি। সুচরিতা বলেন, “যে হেতু আমি নিজে থেকে তহবিল সংগ্রহ করতে পারিনি, তাই আমি দলের কাছে আবেদন করেছিলাম। কিন্তু আমার প্রচেষ্টা সফল হয়নি”।
সুচরিতা মোহান্তির এই সিদ্ধান্তে অনেক টাই সুবিধা হল বিজেপির। পুরী লোকসভা আসনে ফাঁকা মাঠে গোল দেবার সুযোগ পেয়ে গেল বিজেপি জাতীয় মুখপত্র তথা পুরি’র বিদায়ী সাংসদ সম্বিত পাত্র।