
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ “এবার লোকসভা নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না। আর আমার চাকরি যাওয়ার আগে আপনাদের যাতে চাকরি না থাকে তার বন্দোবস্ত করে যাব। আমার চাকরি গেলে আপনাদের কারও চাকরি থাকবে না”। এক জনসভা এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আরও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়নের হুঁশিয়ারি পর সরগরম তোর্ষা পাড়ের রাজনীতি। কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধী দল বিজেপি থেকে বামেরা।
বুধবার সন্ধ্যায় কোচবিহার জেলার নয়ারহাটে এক নির্বাচনী সভা করে শাসক দল তৃণমূল কংগ্রেস। বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানেই নিজের দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, “ভোটের আগে বলবেন লিড দেব। ফল বেরোলে দেখা যাবে লিড হল না। তখন আর কিছু বলা যাবে না। ভোটার লিস্ট ধরে যে ভোটগুলো নিশ্চিত সেগুলো সবুজ কালি দিয়ে দাগ দেবেন। যেগুলো অনিশ্চিত সেগুলো লালকালি দিয়ে দাগ দেবেন। এরপর সেই সব ভোটারদের বাড়ি গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করবেন। ভোট চাইবেন। ভুল করে থাকলে প্রয়োজনে ক্ষমা চাইবেন। নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে ১২-১৫ হাজার ভোটের লিড যাতে হয় তার দায়িত্ব নিতে হবে স্থানীয় নেতৃত্বকে।”
পাশাপাশি তিনি আরও বলেন, “এবার লোকসভা নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না। আর আমার চাকরি যাওয়ার আগে আপনাদের যাতে চাকরি না থাকে তার বন্দোবস্ত করে যাব। আমার চাকরি গেলে আপনাদের কারও চাকরি থাকবে না”। দলের মধ্যে গোষ্ঠীবাজি বন্ধ করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।