
নিজেস্ব প্রতিনিধিঃ প্রচুর পরিমাণে বোমা উদ্ধার মুর্শিদাবাদের ডোমকলে। পৃথক তিনটি জায়গায় বোমা উদ্ধার হয়েছে বলে খবর। রায়পুর এলাকার দুই জায়গায় দুই ব্যাগ ও এক বালতি ভর্তি বোমা এবং ঘোড়ামারা নিশ্চিন্তপুড়ে একটি জায়গায় বোমা তৈরীর মসলা উদ্ধাররের ঘটনায় চাঞ্চল্য। দোড়গোড়ায় লোকসভা ভোট , মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ভোট ৭ই মে, তার আগে মুর্শিদাবাদের ডোমকল থানার খিদিরপাড়া তিলের ক্ষেতে থেকে দু ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, পাশাপাশি রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বালতি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ঐ এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করে বোমা পুলিশ বলে জানা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পাহারা দিয়ে রয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ৭ মে তৃতীয় দফায় রাজ্যের চারটি আসনে ভোট। তার মধ্যে একটি আসন মুর্শিদাবাদ। তৃতীয় দফা ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনীও থাকবে এই মুর্শিদাবাদে। কমিশন সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার দুটি লোকসভা আসনের জন্য এখনও ১৯০ কোম্পানি ফোর্স এসেছে। এত কিছু নিরাপত্তা সত্বেও মুর্শিদাবাদের ভোট শান্তিপূর্ণ হয় কিনা সেদিকে নজর সকলের।